মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ কম: মাশরাফি

Mashrafe Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

গণমাধ্যমের প্রশ্নের কারণে চাপে পড়েন ক্রিকেটাররা। ভারতে টেস্ট সিরিজ চলাকালীন এমনটা বলেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স জাতীয় দলে অনুদিত করতে না পারার কারণ ব্যাখ্যায় ইমরুল কায়েসও বিপিএলের প্রথম ম্যাচের পর দায় দেন গণমাধ্যমকে। জাতীয় দলের এই দুই ক্রিকেটারের সঙ্গে একমত নন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরামর্শ ক্রিকেটারদের উচিত খেলার বাইরের চিন্তা বাদ দেওয়া।

গণমাধ্যমের সমালোচনায় তো বটেই, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নেও ক্রিকেটাররা কেন চাপে পড়ে যান। ওয়ানডে দলের অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার হিসেবে জানতে চাওয়া হয়েছিল মাশরাফির কাছে। মাশরাফি শুরুতে গণমাধ্যমকে অনুরোধ করেন তার সতীর্থদের ওসব মন্তব্য নমনীয়ভাবে দেখতে,   ‘আমার কাছে মনে হয় আপনাদেরও ব্যক্তিগতভাবে বিষয়গুলো না নেওয়া উচিত। অনেকে আবার সামলাতে (মিডিয়া) অভ্যস্ত না। অনেক সময় দেখা যায় যে, অনেক খেলোয়াড় আছে যারা বাইরের জিনিস নিয়ে নেয়। ’

খেলা এবং খেলার বাইরের পুরোটা সময় পেশাদার আচরণ করতে মুমিনুল, ইমরুলদের পরামর্শ দেন ওয়ানডে অধিনায়ক,  ‘পেশাদার ভাবমূর্তি ধরে রাখতে হবে। আমি খারাপ করলে আপনি লিখতে বাধ্য। আমি ভালো করলেও আপনি লিখতে বাধ্য। কাজেই এটা ব্যক্তিগতভাবে না নিয়ে চলাটা ভালো। অনেকেই এগুলো পড়ে বা দেখে। হয়তো সে চাপটা মাথায় নিয়ে নেয়। যেটা পেশাদার জীবনে প্রয়োজন নেই। পেশার জায়গা থেকে চিন্তা করলে আপনিও (সাংবাদিক) একটা জায়গায় আছেন, খেলোয়াড়ও আছে। যে যার কাজ করবে সেটাই স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে তো ভালো খেলতে পারার সুযোগ কম।’

গণমাধ্যমে তৈরি হওয়া সমালোচনা বড় ক্রিকেটাররা উপেক্ষা করে চলেন, মাশরাফির আশা বাংলাদেশের ক্রিকেটাররাও সেটাই করবেন, ‘মিডিয়ার লেখালেখির কারণে যদি মাথায় ঝামেলা তৈরি করে তাহলে সেটা উপেক্ষা করা ভাল। বড় খেলোয়াড়রা এটাই করে। আমার কাছে মনে হয় যার যেটা পেশা সেখানে স্ট্যান্ড নেওয়া জরুরী। আপনি খেলোয়াড়, আপনি খেলা নিয়ে চিন্তা করেন বাইরের চিন্তা বাদ দিয়ে।’ 

 

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago