পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টে বৃষ্টির বাধা
দশ বছর পর পাকিস্তানে টেস্ট ফেরার প্রথম দিনে ব্যাঘাত ঘটিয়েছিল বিরূপ আবহাওয়া। দ্বিতীয় দিনে বৃষ্টির সেই দাপট আরও বেড়েছে। ফলে খেলা হয়েছে মোটে ১৮.২ ওভার। নিরোশান ডিকভেলার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যোগ করেছে ৬১ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন দনঞ্জয়া ডি সিলভা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বৃষ্টি বাধায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই দফায় মোট ৮২ মিনিট খেলা হয়। সফরকারী লঙ্কানরা দিন শেষ করেছে ৬ উইকেটে ২৬৩ রানে। ১১ চারে ১৩১ বলে ৭২ রানে ব্যাট করছেন দনঞ্জয়া। তার সঙ্গী দিলরুয়ান পেরেরা উইকেটে আছেন ৬ বলে ২ রানে।
আগের দিনের ৫ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। মাত্র ৭.৫ ওভার খেলা হওয়ার পর বাগড়া দেয় বৃষ্টি। তার আগে ফিফটি তুলে নেন দনঞ্জয়া, মুখোমুখি হওয়া ৯৪তম বলে। খেলা আবার শুরু হয় দুপুরের পর।
নতুন বলে ডিকভেলাকে আউট করেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ৬৩ বলে ৩৩ রান করে গালিতে ক্যাচ দেন তিনি। ভাঙে দনঞ্জয়ার সঙ্গে তার ৬৭ রানের ষষ্ঠ উইকেট জুটি। ডিকভেলার বিদায়ের পর মাত্র ২ ওভার হতেই বৃষ্টির কারণে ফের বন্ধ হয়ে যায় খেলা।
বৃষ্টির তোড়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ২২.৫ ওভার খেলা কম হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আগামী দুদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ২০২/৫) ৮৬.৩ ওভারে ২৬৩/৬ (দনঞ্জয়া ৭২*, ডিকভেলা ৩৩, পেরেরা ২*; আব্বাস ১/৫৬, শাহিন ২/৪৭, শিনওয়ারি ১/৫৪, নাসিম ২/৭৫)।
Comments