পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার পূর্বনির্ধারিত নয়াদিল্লি সফর বাতিল করেছেন। সফর বাতিলের কারণ হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকার কথা বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রগুলো বার্তা সংস্থা ইউএনবিকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, দেশে গুরুত্বপূর্ণ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রয়োজনে তিনি (ড. মোমেন) ভারতে যাচ্ছেন না।
পররাষ্ট্রমন্ত্রী আগামী জানুয়ারিতে ভারত সফরে যেতে পারেন, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তার মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার দুপুরে তিন দিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। নয়াদিল্লিতে ষষ্ঠ ইন্ডিয়ান ওশেন ডায়ালগে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল তার।
গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লি গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে আগস্টে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
Comments