ব্রিটেনের নির্বাচনে কনজারভেটিভ দলের বড় বিজয়

‘ভোটারদের আস্থার মূল্য দিতে দিন-রাত কাজ করার প্রতিজ্ঞা করছি’

Boris Johnson
১৩ ডিসেম্বর ২০১৯, ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলের সংখ্যাগরিষ্ঠতা অজর্নের পর লন্ডনে দলীয় কার্যালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: রয়টার্স

ব্রিটেনের সাধারণ নির্বাচনে আবারো ক্ষমতায় ফিরছে কনজারভেটিভ দল। নির্বাচনে দলটির বিপুল বিজয় আবারো প্রমাণ করলো ব্রেক্সিটের পক্ষেই রয়েছেন ব্রিটিশ নাগরিকরা।

ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪ এবং এর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন।

ব্রেক্সিট নিয়ে চলমান জটিলতার মধ্যে অনুষ্ঠিত এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি গতবারের তুলনায় ৪৭টি আসন বেশি পেয়েছে। ১৯৮৭ সালে মার্গারেট থেচারের পর রক্ষণশীলরা এবারই এতো বেশি আসন পেলো। নির্বাচনের ফলাফল দেখে বিশ্লেষকরা বলছেন, ভোটাররা ব্রেক্সিটপন্থিদের হাতকে আরও শক্তিশালী করলো।

নির্বাচনে রক্ষণশীলদের ‘ঐতিহাসিক’ বিজয়ের পর দলীয় কার্যালয়ে উল্লসিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের আস্থার মূল্য দিতে দিন-রাত কাজ করার প্রতিজ্ঞা করছি।”

এদিকে, পরাজয় মেনে নিয়ে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন যে তিনি দলের নেতৃত্বে আর বেশিদিন থাকবেন না।

আরও পড়ুন:

তৃতীয়বারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন টিউলিপ

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago