খালেদার জামিন নাকচে বিতর্কের সুযোগ নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সবকিছু যাচাই-বাছাই শেষে খালেদা জিয়ার জামিন নাকচ করেছেন সর্বোচ্চ আদালত, এখানে কোনও বিতর্কের সুযোগ নেই।
আইনমন্ত্রী আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিএনপি নেতাদের প্রতি অভিযোগ করে তিনি বলেন, দলটির নেতারা এখন নিজেদের নেতৃত্ব বজায় রাখতে আজে-বাজে কথা বলছেন। মনের মাধুরী মিশিয়ে তারা মনগড়া বক্তব্য দিচ্ছেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমালোচনা করে মন্ত্রী বলেন, তিনি কখনো অফিস থেকে বের হন না এবং সেখানে বসেই টেলিভিশনে মনগড়া বিবৃতি দেন।
মন্ত্রী বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, তারা এমন নেতৃত্ব বদলাতে সাহস করতে পারেন না যারা এতিমদের টাকা চুরি করে এবং মানুষকে হত্যা করে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কাজী মো. জাবেদ হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ।
Comments