ফোর্বসের দৃষ্টিতে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর যে তালিকা দিয়েছে তাতে ২৯তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রকাশিত তালিকাটির শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। টানা নয় বছর ধরে শীর্ষ ক্ষমতাধর নারীর অবস্থান ধরে রেখেছেন তিনি। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দের অবস্থান দ্বিতীয়। আর তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
গত বছর এই তালিকার ২৬তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস বলেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। টানা তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এখন চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এটাকেই নিজের শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা। তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন। তার সংগ্রাম বাংলাদেশের গণতন্ত্রকে শক্ত ভিত দিচ্ছে। তার বিরুদ্ধে নির্বাচনে ভোটাধিকার হরণের অভিযোগ থাকলেও তা অস্বীকার করে থাকে তার দল আওয়ামী লীগ।
বাংলাদশের প্রতিবেশি দেশগুলোর মধ্যে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তালিকার ৩৪ নম্বরে রয়েছেন।
Comments