২০২০ সালের পরও ক্ষমতায় থাকতে পারেন মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, এখনই পদ ছাড়ছেন না তিনি। ২০২০ সালের পরও তিনি ক্ষমতায় থাকতে পারেন।
কাতারের দোহা ফোরামে মাহাথির মোহাম্মদকে প্রশ্ন করা হয়, ২০২০ সালে পদত্যাগ করবেন কী না? জবাবে তিনি জানান, পদত্যাগের আগে তিনি পূর্ববর্তী সরকারের তৈরি সমস্যাগুলোর সমাধান করতে চান। পদত্যাগের পর প্রধানমন্ত্রী কে হবেন, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না।
মাহাথির মোহাম্মদ গত ১০ ডিসেম্বর আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে নতুন করে যৌন নিপীড়নের অভিযোগ উঠা সত্ত্বেও, তার কাছে ক্ষমতা তুলে দেওয়ার কথা জানান মাহাথির।
মাহাথির আরও প্রতিশ্রুতি দেন যে, ২০২০ সালের নভেম্বরে মলেয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের পরে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।
২০১৮ সালে জাতীয় নির্বাচনে জোট সরকারের প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। এই জোটের বৃহত্তম দলটির প্রধান হলেন আনোয়ার ইব্রাহিম। যিনি সমকামিতা ও দুর্নীতির পৃথক দুই মামলায় ইতিমধ্যে জেল খেটেছেন।
তবে আনোয়ারের ভাষ্যমতে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো ছিলো রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত।
Comments