ফার্গুসনের পর ছিটকে গেলেন হ্যাজেলউডও
পার্থ টেস্টের প্রথম দিনে পায়ের পেশিতে পাওয়া চোটের কারণে ছিটকে যান নিউজিল্যান্ডের গতি তারকা লোকি ফার্গুসন। একই দুর্ভাগ্যের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডও। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পার্থ টেস্টে আর বল করতে পারবেন না তিনি। এমনকি অস্ট্রেলিয়ার চলতি গ্রীষ্মকালীন মৌসুমেও তিনি আর মাঠে ফিরতে পারবেন কি-না তা নিয়ে জেগেছে শঙ্কা।
আগের দিন দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজেলউড। ব্যক্তিগত প্রথম ওভারে তিনি বোল্ড করেছিলেন নিউজিল্যান্ডের জিত রাভালকে। তবে দ্বিতীয় ওভারে মাত্র দুই বল করার পর পায়ে চোট অনুভব করেন তিনি। এরপর মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
শনিবার (১৪ ডিসেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেছেন, ‘আগের রাতে এমআরআই (স্ক্যান) করার পর নিশ্চিত হওয়া গেছে যে হ্যাজেলউডের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। এই টেস্টে সে আর বল করতে পারবে না। তবে প্রয়োজন পড়লে সে হয়তো ব্যাট করতে পারে। সামনের কয়েক সপ্তাহে তার সেরে ওঠার প্রক্রিয়ায় নজর রাখা হবে।’
হ্যাজেলউড ছিটকে যাওয়ায় পার্থ টেস্টের বাকিটা দিনগুলোতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলাতে হবে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে। সিরিজের বাকি দুই ম্যাচেও তার খেলতে পারার সম্ভাবনা ক্ষীণ। তাই হ্যাজেলউডের পরিবর্তে দলে আসতে পারেন জেমস প্যাটিনসন অথবা অভিষেকের অপেক্ষায় থাকা মাইকেল নেসের।
নিউজিল্যান্ড খেলছে এক বোলার কম নিয়ে। অস্ট্রেলিয়াকেও খেলতে হচ্ছে একইভাবে। তাই পার্থ টেস্ট মূলত পরিণত হয়েছে ২০ ক্রিকেটারের লড়াইয়ে। এই প্রতিবেদন লেখার সময় চলছে তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা। ২৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের সংগ্রহ ১ উইকেটে ৭৯ রান। হাতে ৯ উইকেট নিয়ে তাদের লিড ৩২৯ রানের।
এর আগে দ্বিতীয় দিনের ৫ উইকেটে ১০৯ রান নিয়ে খেলতে নামা কিউইদের প্রথম ইনিংস শেষ হয় ১৬৬ রানে। রস টেইলররের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। স্বাগতিকদের মিচেল স্টার্ক ৫ উইকেট নেন ৫২ রানে। ২৫০ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলো-অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া।
Comments