পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের ছাড়পত্রের সম্ভাবনা দেখছেন নাজমুল

বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ড প্রধান জানান আগামী বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ড প্রধান জানান, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই বিষয়টি সুরাহা হয়ে যাবে। পাকিস্তানে যাওয়ার ব্যাপারে তারা নিতে পারবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
Nazmul Hasan

বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার  সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ড প্রধান জানান, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই বিষয়টি সুরাহা হয়ে যাবে। পাকিস্তানে যাওয়ার ব্যাপারে তারা নিতে পারবেন চূড়ান্ত সিদ্ধান্ত।

এফটিপি অনুযায়ী আগামী মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণে সে সফর হবে কি-না তা নিয়ে আছে অনিশ্চয়তা। নিরাপত্তা নিশ্চিত করে সফরে যাওয়ার ছাড়পত্র পেতে তাই সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ বোর্ড।

শনিবার (১৪ ডিসেম্বর) বোর্ড প্রধান জানান, সরকারের কাছে তারা যে আবেদন করেছেন তা ইতিবাচক দিকে মোড় নিচ্ছে বলে ধারণা করছেন তিনি, ‘আমরা নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিলাম। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে ছাড়পত্র পাব কি-না সেটা নিয়ে (চিঠি) পাঠিয়েছিলাম। এর আগে মেয়েদের দল গিয়েছে, অনূর্ধ্ব-১৬ দল গিয়ে খেলে এসেছে। জাতীয় দলের ছাড়পত্র এখনও আমরা পাইনি। যদি নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করেন, সেটা অনূর্ধ্ব-১২ হোক কিংবা জাতীয় দল, নিরাপত্তা নিরাপত্তাই। সবার জন্য একই হওয়ার কথা। তাই আমরা ধরে নিচ্ছি, সম্ভাবনা আছে আমাদের নিরাপত্তার ছাড়পত্র পেয়ে যাওয়ার।’

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সরকারের একটি দল পাকিস্তান গিয়ে ঘুরে এসেছে। সবমিলিয়ে বিসিবি প্রধানের আশা, শীঘ্রই ছাড়পত্র হাতে আসবে তাদের। তবে ছাড়পত্র পেলেই সফর নিশ্চিত হচ্ছে না, ক্রিকেটারদের সঙ্গে আলাপ করে তবেই সিদ্ধান্ত নেবে বোর্ড, ‘উনারা (সরকারের প্রতিনিধি) গিয়েছেন, দেখেছেন। সেক্ষেত্রে আমরা আমরা আশা করছি, যেকোনো দিন পেয়ে যাব (ছাড়পত্র)। পাওয়ার পর বলতে পারব আমরাদের সিদ্ধান্তটা কী। কারণ এখানে একটা বিষয় হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স। পরবর্তীতে বড় প্রশ্ন আছে খেলোয়াড়দের নিয়ে। তাদের মতামতও এখানে গুরুত্বপূর্ণ। কে যেতে চাবে, কে চায় না। এখানে অনেকগুলো ব্যাপার আছে। বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার আছে। সবকিছু প্রায় শেষের দিকে আছে। নিরাপত্তার ছাড়পত্র পাওয়ার পরই আমরা বসব। আশা করছি আগামী চার-পাঁচ দিনের মধ্যে এটার একটা সিদ্ধান্ত নিতে পারব।’

নিরাপত্তার কারণে কোনো ক্রিকেটার বা কোচ যদি পাকিস্তান সফরে না যেতে চান, তাহলে বিসিবি জোরাজুরি করবে না বলেও জানান বোর্ড প্রধান, ‘এটা তো জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। এটা হলো, এখন পর্যন্ত আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমার চিন্তা। কাউকে জোর করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না।’

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয় পাকিস্তান। বেশ কয়েক বছর পর দেশটিতে সীমিত আকারে ফেরা শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট। সম্প্রতি শ্রীলঙ্কা প্রথমে দ্বিতীয় সারির স্কোয়াড দিয়ে সেখানে গিয়ে খেলে আসে টি-টোয়েন্টি সিরিজ। আর বর্তমানে পুরো শক্তির শ্রীলঙ্কা দলই পাকিস্তানে টেস্ট সিরিজ খেলছে। লঙ্কান দলের সফরের মধ্য দিয়ে দশ বছর পর টেস্ট ফিরেছে বারবার সন্ত্রাসী হামলায় জর্জরিত পাকিস্তানে।

Comments