মোটরসাইকেলে আগুনের মামলায় ফখরুলদের আগাম জামিন
সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুনের ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে হওয়া মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ জন নেতা আট সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছেন।
খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন ১১ ডিসেম্বর বিকেলে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় হওয়া দুটি মামলায় হাইকোর্ট আজ তাদের জামিন দেন।
ফখরুল ছাড়াও বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন-মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস ও শফিউল বারি বাবু। জামিনের মেয়াদান্তে এই ২৩ জনকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও আদেশ দেন আদালত।
দুই মামলায় বিএনপি নেতাদের পক্ষে আটটি পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির নেতারা।
Comments