এমবাপের জোড়া গোল, স্পট কিকে ব্যর্থ নেইমার

ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারা উড়িয়ে দিয়েছে সেইন্ট এতিয়েনকে। জোড়া গোল করেছেন উড়ন্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপে। টমাস টুখেলের দলের জয়ের ব্যবধানটা বড় হতে পারত আরও। অ্যাঙ্গেল ডি মারিয়ার শট পোস্টে লেগে ফিরে আসার কিছু সময় পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তার শটও বাধা পায় পোস্টে।
mbappe
ছবি: প্যারিস সেইন্ট জার্মেই টুইটার

ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারা উড়িয়ে দিয়েছে সেইন্ট এতিয়েনকে। জোড়া গোল করেছেন উড়ন্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপে। টমাস টুখেলের দলের জয়ের ব্যবধানটা বড় হতে পারত আরও। অ্যাঙ্গেল ডি মারিয়ার শট পোস্টে লেগে ফিরে আসার কিছু সময় পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। তার শটও বাধা পায় পোস্টে।

রবিবার রাতে সেইন্ট এতিয়েনের মাঠে ৪-০ গোলে জিতেছে পিএসজি। লিগে এটি তাদের টানা পঞ্চম জয়। ফরাসি স্ট্রাইকার এমবাপের পাশাপাশি জালের ঠিকানা খুঁজে পেয়েছেন দুই আর্জেন্টাইন লেয়ান্দ্রো পারেদেস ও মাউরো ইকার্দি। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেললেও ভাগ্যের ফেরে গোল পাওয়া হয়নি নেইমারের।

একপেশে ম্যাচের দশম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন পারেদেস। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া ভলি প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এর মিনিট তিনেক পর এমবাপে লক্ষ্যভেদ করলেও অফ-সাইডের কারণে তা বাতিল হয়। ২৫তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। পারদেসকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জ্যাঁ আহলু। বিরতির আগে ব্যবধান বাড়ান এমবাপে। তার গোলের যোগানদাতা ব্রাজিলিয়ান তারকা নেইমার।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে ডি আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়াকে হতাশ করে গোলপোস্ট। এর আট মিনিট পর নেইমারও হন দুর্ভাগ্যের শিকার। তিনি নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল পিএসজি। ৭২তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগে ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন ইকার্দি। ইন্টার মিলান থেকে ধারে আসা স্ট্রাইকারের চলতি লিগে এটি অষ্টম গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এতিয়েনের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে কোণাকুণি শটে জাল কাঁপান তিনি। লিগে এটি তার নবম গোল।

লিগে ১৭ ম্যাচে ১৪ জয় ও তিন হারে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিসিয়ানরা। ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অলিম্পিক মার্সেই। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

8m ago