রোনালদোর আগে এই কীর্তি গড়তে পারেননি কেউ
ইতালিয়ান সিরি আ’তে টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর জয়ে ফিরেছে জুভেন্টাস। উদিনেসকে ৩-১ ব্যবধানে হারাতে জোড়া গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচে প্রথম লক্ষ্যভেদেই ইতিহাসের পাতায় আরও একবার ঠাঁই নিয়েছেন বহু রেকর্ডের মালিক পর্তুগিজ তারকা। ইউরোপের শীর্ষ পাঁচের লিগের (সিরি আ, লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেস লিগা, লিগ ওয়ান) প্রথম ফুটবলার হিসেবে টানা ১৫ মৌসুমে দশ বা এর চেয়ে বেশি গোল করার নজির গড়েছেন তিনি। এমন কীর্তি আগে দেখেনি ফুটবলবিশ্ব।
তিনটি ভিন্ন লিগে তিনটি ভিন্ন ক্লাবের জার্সিতে খেলে এই রেকর্ড গড়েছেন রোনালদো। শুরুটা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ২০০৫-০৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রেড ডেভিলদের হয়ে পরের তিনটি মৌসুমেই গোলসংখ্যাকে দুই অঙ্কে নিয়ে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
২০০৯-১০ মৌসুমে ইউনাইটেড ছেড়ে রোনালদো নাম লিখিয়েছিলেন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে। সেখানে তিনি কাটিয়েছেন নয়টি বছর। প্রথম মৌসুমেই ৩৩ গোল করে রোনালদো জানান দিয়েছিলেন সামনে অপেক্ষায় থাকা সোনালি সময়ের। পরের আট মৌসুমে রোনালদো কোনোবারই ৪২ গোলের চেয়ে কম করেননি! গ্যালাক্টিকোসদের হয়ে সর্বোচ্চ ৬১ গোল তিনি করেছিলেন ২০১৪-১৫ মৌসুমে।
রিয়ালে অর্জনের ঝুলি সমৃদ্ধ করে ২০১৮ সালে তিনি পাড়ি জমান ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। তুরিনের ক্লাবের হয়েও তার গোলবন্যা অব্যাহত রয়েছে। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে করেছিলেন ২৮ গোল। চলতি ২০১৯-২০ মৌসুমে এরই মধ্যে তিনি নামের পাশে যোগ করেছেন ১১ গোল। শেষ দুটি এসেছে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে উদিনেসের বিপক্ষে। যার প্রথমটি তাকে টানা ১৫ মৌসুমে দশ বা এর বেশি গোল করার অনন্য স্বাদ দিয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) রোনালদোর রেকর্ডের রাতে উদিনেসের বিপক্ষে জুভদের জয়ে অন্য গোলটি করেছেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। অতিথিদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি পেয়েছেন ইগনাসিও পুসেত্তো।
এই জয়ে পয়েন্টের সংখ্যায় ইন্টার মিলানকে ছুঁয়ে ফেলেছে জুভেন্টাস। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে মাউরিজিও সারির শিষ্যরা। লিগের শীর্ষে থাকা ইন্টার ও বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস দুদলেরই অর্জন ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট।
Comments