রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন, জুভেন্টাস, লিভারপুল না-কি ম্যান সিটি?
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হওয়াতেই বেঁধেছে যত বিপত্তি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে রিয়াল মাদ্রিদকে। প্রতিযোগিতাটির সফলতম ক্লাবটির সম্ভাব্য পাঁচ প্রতিপক্ষের তালিকায় আছে বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।
সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকালে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর ড্র। গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়া দলগুলো জানতে পারবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কাদেরকে মোকাবিলা করতে হবে তাদের।
এবারের মৌসুমে গ্রুপসেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে ওঠা আট দল হলো পিএসজি, বায়ার্ন, ম্যান সিটি, জুভেন্টাস, লিভারপুল, বার্সেলোনা, আরবি লাইপজিগ ও ভ্যালেন্সিয়া। আট গ্রুপ রানার্সআপরা হলো রিয়াল, টটেনহ্যাম হটস্পার, আতালান্তা, অ্যাতলেতিকো মাদ্রিদ, নাপোলি, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিক লিঁও ও চেলসি। শেষ ১৬-তে গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে গ্রুপ রানার্সআপদের বিপক্ষে।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে, একই গ্রুপের দুই দল নক-আউটে একে অপরের মুখোমুখি হতে পারবে না। আবার, একই দেশের দুই ক্লাবও এই রাউন্ডে পরস্পরের বিপক্ষে খেলতে পারবে না। ফলে ‘এ’ গ্রুপের রানার্সআপ রিয়াল একই গ্রুপের চ্যাম্পিয়ন পিএসজিকে নক-আউটের ড্রতে পাবে না। পাশাপাশি স্প্যানিশ ক্লাবটি একই দেশের বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াকেও এড়িয়ে যেতে পারছে।
এই তিন ক্লাবকে বাদ দিয়ে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষরা হলো বায়ার্ন, ম্যান সিটি, জুভেন্টাস, লিভারপুল ও আরবি লাইপজিগ। ভাগ্য পরীক্ষায় জার্মান ক্লাব লাইপজিগকে পেলে নিশ্চয়ই খুশি হবে রিয়াল কোচ জিনেদিন জিদান। কারণ অন্য চারটিই ইউরোপের পরাশক্তি। রবার্ট লেওয়ানডস্কির বায়ার্ন জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন। ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস ইতালিয়ান সিরি আ’র সবশেষ আট আসরের শিরোপা জিতেছে। ইংলিশ ক্লাব লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের আগের আসরে শিরোপা জিতেছিল। আর পেপ গার্দিওলার ম্যান সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন।
রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন। লিওনেল মেসিদের সম্ভাব্য পাঁচ প্রতিপক্ষ তাই তুলনামূলক বিচারে কিছুটা সহজ। তবে কাতালানদের পুরনো শত্রু চেলসি আছে সেই তালিকায়। আছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামও। বাকি তিনটি দল হলো ইতালির নাপোলি ও আতালান্তা এবং ফ্রান্সের লিঁও।
জুর্গেন ক্লপের লিভারপুলের ইউরোপের সেরা ক্লাব আসরের বর্তমান চ্যাম্পিয়ন। তারা মুখোমুখি হতে পারে রিয়াল, অ্যাতলেতিকো, ডর্টমুন্ড, লিঁও কিংবা আতালান্তার।
নক-আউটে রোনালদোর জুভেন্টাসের সম্ভাব্য প্রতিপক্ষদের তালিকায় থাকা ক্লাবগুলো হলো- ডর্টমুন্ড, চেলসি, লিঁও, রিয়াল ও টটেনহ্যাম। নেইমার-কিলিয়ান এমবাপের পিএসজি রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম শিরোপার খোঁজে। তারা শেষ ১৬-তে পেতে পারে আতালান্তা, অ্যাতলেতিকো, ডর্টমুন্ড, চেলসি, নাপোলি ও টটেনহ্যামের যেকোনো একটিকে।
আগামী বছরের ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে নক-আউটের প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। প্রথম লেগে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে প্রতিপক্ষের মাঠে।
Comments