ডেসটিনির শীর্ষ দুই কর্মকর্তার জামিন খারিজ
চার হাজার ২০০ কোটি টাকার দুর্নীতি দুই মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আজ (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যর আপিল বিভাগ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীন এখনই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না।
গত আগস্টে দুই মামলায় জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন ডেসটিনির এই দুই শীর্ষ কর্মকর্তা।
Comments