পেস বোলিং কোচ হারাচ্ছে বাংলাদেশ!
কোর্টনি ওয়ালশকে বিদায় দেওয়ার পর অনেক আশা নিয়ে শার্ল ল্যাঙ্গাফেল্টকে পেস বোলিং কোচ করেছিল বাংলাদেশ। কিন্তু এই দক্ষিণ আফ্রিকান কোচকে বোধহয় আর ধরে রাখতে পারছে না বিসিবি। কারণ নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকেই কোচিংয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।
গত জুলাই মাসে মোস্তাফিজুর রহমান-রুবেল হোসেনদের দায়িত্ব নেওয়া ল্যাঙ্গাফেল্ট প্রোটিয়াদের দেওয়া প্রস্তাব দেখছেন বেশ ইতিবাচকভাবে। বিসিবির কাছে তাকে ছেড়ে দেওয়ারও অনুরোধ করেছেন। বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিশ্চিত করেছেন ল্যাঙ্গাফেল্টের এই অনুরোধের খবর, ‘সে দক্ষিণ আফ্রিকা থেকে প্রস্তাব পেয়েছে, তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।’
বর্তমানে বড়দিনের ছুটিতে নিজ দেশে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেখান থেকেই ই-মেইলে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বিসিবি তা গ্রহণ করলে ছুটি শেষে আর বাংলাদেশে ফেরা হবে না তার।
কোচ হয়ে আসার পর এই কয়েক মাসে বাংলাদেশের বেশ কয়েকজন পেসারকে নিয়ে কাজ করেছেন ল্যাঙ্গাফেল্ট। তার কোচিংয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও ভারত সফরে খেলেছেন পেসাররা। দেশের প্রথম সারির পেসাররা ল্যাঙ্গাফেল্টের কোচিংয়ের প্রশংসাই করেছেন।
এই পেস বোলিং কোচ চলে গেলে বাংলাদেশের ফাস্ট বোলারদের নিয়ে চলমান সংকট সমাধানে কঠিন পরিস্থিতিতেই পড়বে বোর্ড।
Comments