পদ্মাসেতু ২৮৫০ মিটার দৃশ্যমান
বহুল প্রত্যাশিত পদ্মাসেতু ২৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। আজ (১৮ ডিসেম্বর) দুপুরে সেতুর ১৯তম স্প্যান বসার মধ্যদিয়ে নির্মাণ কাজের অগ্রগতির কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে ৪-সি নম্বর স্প্যানটি সফলভাবে বসানোর মধ্য দিয়ে ২৮৫০ মিটার দৃশ্যমান হয়। এর আগে আজ সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ রওয়ানা দেয়। জাহাজটি বেলা ১১টার কিছু সময় আগে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌঁছায়।
এরপর দুপুর দেড়টায় স্থায়ীভাবে স্প্যানটি বসানো হয়।
পদ্মাসেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, আজ আরও একটি স্প্যান বসানো হয়েছে। এছাড়াও, আগামী ২৮ ডিসেম্বর অথবা ২৯ ডিসেম্বর ‘৩এফ’ নম্বরের ২০তম ¯প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসানোর কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে চলতে বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এ সেতুর উপর দিয়ে চলবে গাড়ি আর নিচে দিয়ে চলাচল করবে ট্রেন।
Comments