চট্টগ্রাম পর্ব শেষ মাহমুদউল্লাহর
দলের অধিনায়ক তিনি। দলের সেরা খেলোয়াড়ও। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। তার একটিতে হার দেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদউল্লাহ ফেরার পর অবশ্য টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। কিন্তু আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদই পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করা দলটি। আগের দিন পুরনো চোট নতুন করে পাওয়ায় আপাতত তিন দিনের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে চট্টগ্রাম অধিনায়ককে।
মাহমুদউল্লাহকে নিয়ে ভয়ের কারণ নেই জানিয়ে দলটির ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানালেন, ‘মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এ সময় ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে মনে হচ্ছে না খুব বড় কোনো চোট। কারণ ওর ব্যথা নেই। যদি ব্যথা অনুভব করে, তাহলে স্ক্যান করানো হবে। যেহেতু ৭২ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে, মানে আগামীকালের ম্যাচে ওকে পাচ্ছি না। হয়তো পরের ম্যাচেও।’
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দুই দিনই ম্যাচ ছিল স্বাগতিকদের। এক দিন বিরতির পর আগামীকালই আবার মাঠে নামছে তারা। প্রতিপক্ষ কুমিল্লা। এমনকি পরের দিনও ম্যাচ রয়েছে তাদের। শনিবার তাদের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। এ দুই ম্যাচে মাহমুদউল্লাহকে না পাওয়া চট্টগ্রামের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর। কারণ দারুণ ছন্দে আছেন তিনি।
ঢাকা প্লাটুনের বিপক্ষে আগের দিন রান উৎসবের ম্যাচের দ্বাদশ ওভারের শেষ বলে চোটে পড়েন মাহমুদউল্লাহ। নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন তখন। সতীর্থের ডাকে দুই রান নিতে গেলেন। তাতেই ঝামেলাটা বাঁধল। পুরনো চোটের জায়গায় ফের লাগল টান। এরপর বেশ কিছুক্ষণ প্রাথমিক শুশ্রূষা নিলেন। ব্যাটিংও করলেন। বলতে গেলে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে। তারপরও ঝড় তোলেন অভিজ্ঞ সেনানী। ২৮ বলে ৫৯ রানের তাণ্ডব চালানো ইনিংসে ৫ চারের সঙ্গে ৪ ছক্কা মারেন তিনি। তাতে ভর করে ৪ উইকেটে ২২১ রান তুলে বিপিএলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।
চোটে পড়ার পর ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছিলেন, ‘হ্যামস্ট্রিংয়ের আগের যে জায়গাটায় চোট ছিল, ওই জায়গাটাতেই আবার টান লেগেছে। এখন সম্ভবত স্ক্যান করতে হবে, দেখতে হবে কী অবস্থা।’
Comments