নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ

নরেন্দ্র মোদি, অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে কলকাতায় বিশিষ্টজনেদের প্রতিবাদ

নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে এবার কলকাতায় পথে নামলেন বিশিষ্টজনেরা। রাজ্যসভায় আইনটি পাস হওয়ার পর অষ্টম দিনে অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনদের সঙ্গে মিছিল করেছেন বহু শিক্ষার্থী।

সহিংসতা দিয়ে শুরু হওয়া এই আন্দোলনে গত তিনদিন টানা মিছিল সমাবেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর ডাক দিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি ও নতুন আইন বাস্তবায়ন না করারও ঘোষণা দিয়েছেন তিনি। তার পরই এবার পথে নামলেন কলকাতার বিশিষ্টজনেরা।

ভারতীয় গণমাধ্যমগুলোকে এদিন অপর্ণা সেন বলেন, “সারা দেশের মানুষ এই আইন মানছে না। ধর্মনিরপেক্ষতা মানুষকে আঠার মতো জুড়ে রেখেছে। যত দিন না এই আইন বাতিল হবে এই আন্দোলন চলবে।’’ কৌশিক সেন বিজেপি সরকারের দিকে সরাসরি অভিযোগ তুলে বলেন, “ফ্যাসিস্ট সরকার চলছে। আমার তো মনে হয় লম্বা লড়াই চলবে। এটাতো ফ্যাসিস্ট সরকার, তাই খুব তাড়াতাড়ি লড়াই শেষ হবে না বলেই মনে হচ্ছে।”

Comments