বিচার বিভাগীয় তদন্ত দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির
রাজাকারদের তালিকায় যারা মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত করেছে তাদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সেই সঙ্গে অসঙ্গতিপূর্ণ তালিকা প্রকাশে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ না করে তালিকা প্রকাশ করায় সরকারেরও সমালোচনা করেন তিনি।
শাহরিয়ার কবির বলেন, রাজাকারদের ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হবে সরকারকে। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদত্যাগে এর কোনো সমাধান নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে, বিচার বিভাগীয় তদন্ত ছাড়া তারা কোনো তালিকা গ্রহণ করবেন না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত রোববার রাজাকারদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু ভাষা আন্দোলনকারী থেকে শুরু করে সুপরিচিত মুক্তিযোদ্ধাদের নাম এই তালিকায় পাওয়া যাওয়ার পর থেকে এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সমালোচনার মুখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল এই তালিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়ে বলেন যে, আগামী বছরের ২৬ মার্চ সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।
Comments