খেলা

টানা হারের কারণ খুঁজছে রংপুর

টানা চার চারটি ম্যাচে হার। এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারছে না তারা। অথচ দেশি-বিদেশিদের নিয়ে ভালো দলই গড়েছিল রংপুর র‍্যাঞ্জার্স।আর এভাবে কেন টানা হেরে যাচ্ছে তা জানে নিজেরাও। কারণ খুঁজতে দলটি। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে বড় হারের পর এমনটাই জানিয়ে গেলেন দলের ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি।
ছবি: ফিরোজ আহমেদ

টানা চার চারটি ম্যাচে হার। এমনকি প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারছে না তারা। অথচ দেশি-বিদেশিদের নিয়ে ভালো দলই গড়েছিল রংপুর র‍্যাঞ্জার্স।আর এভাবে কেন টানা হেরে যাচ্ছে তা জানে নিজেরাও। কারণ খুঁজতে দলটি। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে বড় হারের পর এমনটাই জানিয়ে গেলেন দলের ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি।

এদিন খুলনার বিপক্ষে লড়াই করার মতো পুঁজিই গড়তে পারেনি রংপুর। আগে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি দলটি। অথচ চট্টগ্রামের উইকেট রীতিমতো ব্যাটিং স্বর্গ। গতকাল পর্যন্ত প্রতি ইনিংসে গড় রান হয়েছে প্রায় ১৮০'র মতো। সেখানে ১৩৮ রানের লক্ষ্য মামুলীই বলা যায় ছন্দে থাকা খুলনার জন্য। হয়েছেও তাই। হেসে-খেলে ব্যাট করে ৪৫ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায় তারা।

এমন হারের কারণ জানেন না ফজলে মাহমুদ। সংবাদ সম্মেলনে তাই হতাশাই ঝরল তার কণ্ঠে, 'আসলে এর (টানা হারের কারণ) উত্তর তো আমরাও খুঁজছি যে এমন কেন হচ্ছে? চেষ্টা করছি এই হারের বৃত্ত থেকে বের হওয়ার। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না। দেখি ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে কি হয়।'

রাব্বির ধারণা দেশি-বিদেশিদের নিয়ে দলের সঠিক কম্বিনেশনটা এখনও পায়নি রংপুর। তবে একটি ভালো দিন সব ঠিক করে দিতে পারে বলে মনে করেন এ ব্যাটসম্যান, 'এখন মনে হচ্ছে টিম কম্বিনেশনটা... আমাদের বিদেশি মনে করেন যারা আছে নবি ভাইরা তারা যদি একটু ভালো খেলতে পারে, তার সঙ্গে যদি আমরা ভালো সমর্থন দিতে পারি... অবশ্যই দেশি খেলোয়াড়রা আমরা তেমন কিছুই করতে পারছি না। আমার মনে হয় দেশি বিদেশি মিলিয়ে যে কম্বিনেশনটা ওই কম্বিনেশনটা হচ্ছে না।'

শুধু যে দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছেন তাও নয়, বোলাররাও সে অর্থে রান করতে পারছেন না। জাতীয় দলের সেরা তিন বোলার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানিও ব্যর্থ। তবে একটি ভালো দিন সব বদলে দিতে পারে বলে বিশ্বাস করেন রাব্বি। অপেক্ষায় আছে সে দিনের, 'আমাদের বোলাররাও একটু ছন্দে নেই। ওই একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরা।'

Comments

The Daily Star  | English
Gaibandha by-election

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

7m ago