এখনই ওদের মাথায় তুলে দিয়েন না: মুশফিক

ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটিং স্বর্গে টানা তিন ম্যাচে জয়ের মূলনায়ক মেহেদী হাসান রানা। গতির ঝড় তুলে আলোচনায় হাসান মাহমুদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। তারা ছাড়া আরও বেশ কিছু তরুণ এবারের বিপিএলে নজর কেড়ে নিয়েছেন। তরুণদের এমন পারফরম্যান্সে আমজনতা হতে শুরু করে মুগ্ধ ক্রিকেটবোদ্ধারাও। মুগ্ধ জাতীয় দলের ক্রিকেটাররাও। তবে এখনই তাদের মাথায় না তোলার অনুরোধ জানিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

চলতি বিপিএলে চার ম্যাচ খেলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি রানা। হাসান মাহমুদ নিয়মিত ১৪০ গতিতে বল করছেন। প্রায় একই গতিতে বল করছেন মুগ্ধও। সঙ্গে লাইন-লেংথও দুর্দান্ত। এ তরুণদের নিয়ে দুদিন আগে জাতীয় দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলে গেছেন প্রায় একই কথা। পরিকল্পনা করে তাদের সঠিক পরিচর্যা করে তারপরও জাতীয় দলে আনতে। 

মাশরাফির সঙ্গে সূর মিলিয়ে সংবাদ সম্মেলনে মুশফিকও এদিন অনুরোধ করেই বললেন, 'খুব কম ম্যাচ শেষ হয়েছে। এখনও অনেক ম্যাচ আছে। তাদেরকে আরেকটু সুযোগ দেন। তাদেরকে এখনই মাথার উপর তুলে ফেলবেন না। এটা আমার অনুরোধ থাকবে। কারণ দেখেন এই তিন দিন আগেই কিন্তু আমরা এই দল নিয়ে জিতেছি। আজকে কিন্তু ২৩২ এই দল নিয়েই হয়েছে। আমার মনে হয় তাদেরকে পরবর্তী দুই তিন বছর স্বাধীনভাবে খেলতে দেন। তাদেরকে সামনে বিশ্বকাপ না কি আছে এগুলো বলে চাপ দিয়েন না। দুই তিন বছর খেলতে দেন, আপনি এমনিই বুঝতে পারবেন কে আসছে না আসছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।'

বেশ কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে খেলে ভিত্তিটা শক্ত করার পর এ তরুণদের জাতীয় দলের ডেরায় দেখতে চান মুশফিক, 'শুধু টি-টোয়েন্টি না, টেস্ট এবং ওয়ানডেতেও। এখন তাদের স্বাধীনভাবে খেলতে দেন। এখন তাদের উঠতি বয়স। তাদের খেলটা উপভোগ করতে দেন। তাদেরকে ব্যক্তি কেন্দ্রিক বানাই দিয়েন না। তারা দলের জন্য খেলছে, দলের জন্য খেলতে দেন। তারা যেন দেশ নিয়ে চিন্তা করে সেই সুযোগ দেন। যেন পরিপূর্ণ প্যাকেজ হয়ে আসতে পারে। জাতীয় দলে এসে যেন তাদেরকে আবার ফিরে যেতে না হয়।'

একেবারেই যে আলোচনায় আনতে না করেছেন তাও নয়। কিছুটা লাইম লাইটে থাকলে তাদের দায়িত্ব বাড়বে বলেও মনে করেন মুশফিক, 'লাইম লাইটে থাকা কিন্তু খারাপ না। তাহলে তাঁদেরও দায়িত্বজ্ঞানটা বাড়বে। তারা চিন্তা করবে, আমি একটা ভালো জায়গায় আসছি, সামনে কিন্তু আমার ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে। এমন না যে একটা বিপিএলে ভালো করল বলে একজন ১০-৫ বছর ধরে পারফর্ম করা ক্রিকেটারকে সরাই দিয়ে নিয়ে আসবেন দলে।'

তবে তরুণদের উত্থানে দারুণ খুশি মুশফিক। এতে দেশের ক্রিকেটের সার্বিক উন্নতি হবে বলে মনে করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান, 'অবশ্যই এটা ভালো লক্ষণ যে তরুণ পেসার আসছে। কারণ পেস বোলারদের ইনজুরি সবচেয়ে বেশি হয়। তাদের যদি ব্যাক আপ হিসেবে তৈরি করতে পারি তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ভালো দিক হবে। আমার মনে হয় এ সময়টুকু তরুণদের দেন।'

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago