বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: বিজিবি
ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আমাদের ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, নিহত রেজাবুল (২৫) জেলার হরিপুর উপজেলার আমগাঁও-খানপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫০ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সামিউন নবী আমাদের সংবাদদাতাকে বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে নিহত রেজাবুল অন্যান্য গরু ব্যবসায়ীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্যরা গুলি চালায়। সেসময় রেজাবুল আহত হয়।
রেজাবুলের সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন বলেও জানান তিনি।
Comments