পরিপূর্ণ অলরাউন্ডার হতে বোলিংয়ে বিশেষ নজর দিচ্ছেন সৌম্য
বয়সভিত্তিক দলে নিয়মিতই বোলিং করতেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলেও ঢুকেছেন অলরাউন্ডার হিসেবে। কিন্তু লাল-সবুজ জার্সিতে সে অর্থে বোলিং করার সুযোগ মেলেনি তার। পুরাদস্তুর ব্যাটসম্যানই বনে যান। তবে সাম্প্রতিক সময়ে আবার নিয়মিত বোলিং শুরু করেছেন সৌম্য। ভালোও করছেন। সে কারণে বোলিং নিয়ে আলাদা করে কাজও করছেন এ তারকা। নিজেকে ফের অলরাউন্ডার হিসেবেই দেখতে চান তিনি।
ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই নিয়মিত বোলিং করছেন সৌম্য। সাম্প্রতিক সময়ে বোলারদের মধ্যে তার সফলতাও চোখে পড়ার মতো। এবারের বিপিএলে তো এখন পর্যন্ত তৃতীয় সেরা বোলার তিনি। চার ম্যাচে বোলিং করে সাতটি উইকেট নিয়েছেন। যদিও কিছুটা খরুচে থাকছেন। ওভার প্রতি রান দিয়েছেন দশের উপরে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবারও (২২ ডিসেম্বর) অনুশীলনে লম্বা সময় বোলিং করলেন কুমিল্লা ওয়ারিয়র্সের সৌম্য। অনুশীলন শেষে জানালেন, ‘এখন চেষ্টা করছি, এটার (বোলিংয়ের) দিকে একটু নজর দিয়েছি এটাও সত্য। যতটুকু সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি। দুই দিকে অবশ্যই, তবে ব্যাটিংটা আমার প্রধান। বোলিংটাতেও চেষ্টা করছি ফোকাস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য।’
নিজে ব্যাটসম্যান বলে বোলিং করার সময় কিছুটা সুবিধা পান সৌম্য। বল করার আগে চিন্তা করেন এ সময় নিজে ব্যাটিংয়ে থাকলে কী করতেন। এভাবেই সফল হচ্ছেন এ তারকা, ‘আমি চিন্তা করি যে আমি যখন ব্যাটিং করি, তখন এ সময়ে আমি কী করতাম। ওটা ভেবে বল করার চিন্তা করি। আর নির্দিষ্ট একটা লাইন-লেংথে বল রাখার চেষ্টা করি। তবে যখন যেটা করছি, সেটাই চেষ্টা করছি শতভাগ দেওয়ার জন্য। ব্যাটিংয়ে গেলে ব্যাটিংয়ে, বোলিংয়ে গেলে বোলিংয়ে।’
আর জাতীয় দলের ক্যারিয়ারের শুরু থেকে কেন বোলিং করেননি তার ব্যাখ্যাও দিয়েছেন সৌম্য, ‘শুরুতে যখন (দলে) ঢুকেছিলাম, তখন বেশির ভাগ সময় তিন জন করে পেস বোলার খেলত। আর ওই রকমভাবে সুযোগও পাইনি। আর যতটুকু পেয়েছিলাম, সেভাবে নিজেকে প্রমাণও করতে পারিনি বলে পরবর্তী ম্যাচগুলোতে (বোলিংয়ের) সুযোগ পাওয়া হয়নি।’
Comments