সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আর নেই
সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী মারা গেছেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ৮৫ বছরের সাবেক এই বিচারক। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এই খবর জানিয়ে বলেন, প্রয়াত প্রধান বিচারপতি দুই কন্যা, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১ মার্চ ২০০১ থেকে ১৭ জুন ২০০২ পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকালে তার মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাখা হবে। সেখানেই তার জানাজা হবে। হজরত শাহজালাল এর মাজার কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
Comments