ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট একাদশে মুশফিক

শেষ হয়ে যাচ্ছে একটি দশক। উইজডেন প্রকাশ করেছে তাদের দশক সেরা ওয়ানডে দল, যাতে জায়গা হয় সাকিব আল হাসানেরও। বিভিন্ন সংস্করণের দশক সেরা একাদশ দেওয়ার স্রোতে সামিল হচ্ছে বিশ্বের নামীদামী ক্রীড়া বিষয়ক গণমাধ্যমও। অস্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম ফক্স স্পোর্টস যেমন প্রকাশ করেছে দশক সেরা টেস্ট একাদশ। যাতে তারা ঠাঁই দিয়েছে টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা মুশফিকুর রহিমকে।
Mushfiqur Rahim
ফাইল ছবি

শেষ হয়ে যাচ্ছে একটি দশক। উইজডেন প্রকাশ করেছে তাদের দশক সেরা ওয়ানডে দল, যাতে জায়গা হয় সাকিব আল হাসানেরও। বিভিন্ন সংস্করণের দশক সেরা একাদশ দেওয়ার স্রোতে সামিল হচ্ছে বিশ্বের নামীদামী ক্রীড়া বিষয়ক গণমাধ্যমও। অস্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম ফক্স স্পোর্টস যেমন প্রকাশ করেছে দশক সেরা টেস্ট একাদশ। যাতে তারা ঠাঁই দিয়েছে টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা মুশফিকুর রহিমকে।  

উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে মুশফিককে দশক সেরা টেস্ট একাদশে রাখা তাদের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তের একটি উল্লেখ করে গণমাধ্যমটির ব্যাখ্যা, এই সময়ে বাংলাদেশের চোখে পড়ার মতো উন্নতিতে বড় অবদান ছিল মুশফিকের।

২০১০ থেকে ২০১৯। এই সময়ে বাংলাদেশের হয়ে ৪০.৮৫ গড়ে ২৮৬০ রান করেন মুশফিক, আছে  ৬ সেঞ্চুরি। তবে এই দশকে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকের চেয়ে ভালো গড় আছে আরও তিনজনের। এভিডি ভিলিয়ার্স (৫৯.৬৯ গড়ে ১৯৭০ রান), দিনেশ চান্দিমাল (৪১.০৭ গড়ে ১৬০২ রান), ও বিজে ওয়েটলিংয়ের (৪২.৬০ গড়ে ৩১৯৫ রান)। এদের মধ্যে কেবল ব্যাটসম্যান হিসেবেই সেরা একাদশে আছেন ভিলিয়ার্স। বাকি দুজনের চেয়ে মুশফিককে এগিয়ে রাখার কারণ হিসেবে তাদের ব্যাখ্যা, দশকজুড়ে তার চোটবিহীন খেলা চালিয়ে যাওয়া। বাংলাদেশের মতো দলের ভার বহন করার দৃঢ়তা দেখানো।

জুয়াড়ির প্রস্তাব না জানিয়ে নিষিদ্ধ থাকায় সাকিবকে বিবেচনা করা হয়নি বলেও জানায় তারা।

ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট দলে সর্বোচ্চ তিনজন আছেন দক্ষিণ আফ্রিকান। দুজন করে আছেন ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। একজন করে শ্রীলঙ্কা ও বাংলাদেশের। একাদশে নেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের কেউ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়াসনের।

ফক্স স্পোর্টসের দশক সেরা টেস্ট একাদশ: (২০১০ থেকে ২০১৯ পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে)

অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) – ৮৮১৮ রান, গড় ৪৬.৫১, ২৩ সেঞ্চুরি

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)-  ৭০০৯ রান, গড় ৪৮.৩৩, ২৩ সেঞ্চুরি

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)-  ৪৮৫১ রান, গড় ৬১.৪০, ১৭ সেঞ্চুরি

স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)-  ৭০৭২ রান, গড় ৬৩.১৪, ২৬ সেঞ্চুরি

বিরাট কোহলি (ভারত)-  ৭২০২ রান, গড় ৫৪.৯৭, ২৭ সেঞ্চুরি

এবিডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ৫০৫৯ রান, গড়- ৫৭.৪৮, ১৩ সেঞ্চুরি

মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২৮৬০ রান, গড়- ৪০.৮৫, ৬ সেঞ্চুরি

রবীচন্দ্রন অশ্বিন (ভারত)-  ২৫.৩৬ গড়ে ৩৬২ উইকেট, ৫ উইকেট- ২৭ বার

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)-  ২২.২৯ গড়ে ২৬৭ উইকেট,   ৫ উইকেট- ১৫ বার

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ২৪.১৯ গড়ে ৪২৭ উইকেট, ৫ উইকেট- ২০ বার

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)-  ২২.৫০ গড়ে ১৮৩ উইকেট, স্ট্রাইকরেট ৪০.২

 

দ্বাদশ খেলোয়াড়- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)। 

 

 

 

 

 

 

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

15h ago