আরও ২ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় অনুমোদন

দেশে আরও দুটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এর একটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
আজ (২৩ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের জানান।
এই নিয়ে সারাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৪৮টিতে, যার মধ্যে ৪২টির কার্যক্রম চালু হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষবোর্ড আইন ২০১৯ অনুমোদন পেয়েছে। এই আইনে একটি নতুন ধারা যোগ করা হয়েছে। যেখানে বলা হয়েছে- বোর্ড বিশেষায়িত শিক্ষা ও দক্ষতার প্রয়োজনে বিশেষজ্ঞ বা পরামর্শক নিয়োগ দিতে পারবে।
ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনসুলেট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের নতুন একটি কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব বৈঠকে অনুমোদন পেয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, ফ্লোরিডায় প্রায় ৪০ হাজার বাংলাদেশি বসবাস করেন, ওয়াশিংটন থেকে ফ্লোরিডার
দূরত্ব ১,৫০০ কিলোমিটার। ফলে সেখানকার বাংলাদেশিরা সহজে দূতাবাস সুবিধা পাবেন।
তিনি আরও বলেন সেখানে প্রায় সব দেশের কনসুলেট অফিস রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারকরণে এই কনসুলেট ভূমিকা রাখবে।
Comments