এবার চার দেশের ‘সুপার সিরিজ’ আয়োজনের পরিকল্পনা সৌরভের
ওয়ানডে সংস্করণে রোটেশন পলিসিতে (চক্রাকারে) চার জাতির ‘সুপার সিরিজ’ আয়োজনের নতুন এক পরিকল্পনা নিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি। আগামী ২০২১ সাল থেকে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আরও একটি শীর্ষ সারির দলকে নিয়ে সেই সিরিজ শুরু করতে চান তিনি।
বোর্ড প্রধান হওয়ার পর থেকেই সাবেক ভারতীয় অধিনায়ক নিয়ে আসছেন নতুন নতুন চিন্তা। সৌরভের এবারের পরিকল্পনা প্রতি বছর ওয়ানডে সংস্করণে একটি করে সুপার সিরিজের। এই সিরিজের তিন দল থাকবে চূড়ান্ত। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দেবে আরেকটি দল।
এমন একটি প্রস্তাব নিয়ে আইসিসির সঙ্গে কথা চালাচালিও শুরু করেছে বিসিসিআই। প্রস্তাব অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর/নভেম্বরে নতুন এই সিরিজের প্রথম আসর বসবে ভারতে। ক্রমান্বয়ে হবে খেলা হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। এই আসরের জন্য একটি নির্দিষ্ট উইন্ডোর (আন্তর্জাতিক সূচিতে ফাঁকা সময়) কথাও ভেবে রাখা হয়েছে। ভারতে খেলা হলে তা হবে অক্টোবর/নভেম্বর মাসে। ইংল্যান্ডে আয়োজন হলে তা হবে সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার জন্য বরাদ্দ ফেব্রুয়ারি/মার্চ মাস।
প্রতি বছর ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট আয়োজন করতে হলে আইসিসির ফিউচার ট্যুর প্লান (এফটিপি) কিছুটা এলোমেলো হতে পারে। এফটিপি ঠিক রেখে কীভাবে প্রতি বছর এই সিরিজ আয়োজন করা হতে পারে তা এখনো চূড়ান্ত হয়নি। তিন প্রভাবশালী দলের সঙ্গে কীসের ভিত্তিতে ঠিক করা হবে চতুর্থ দল তা-ও এখনো আলোচনার পর্যায়ে।
তবে বাণিজ্যিকভাবে সফলতার আশায় জম্পেশ সুপার সিরিজের ব্যাপারে জোর তোড়জোড় শুরু করতে যাচ্ছে বিসিসিআই।
আইসিসি নির্ধারিত সূচিতে, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরই ভারতে আছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে।
Comments