খেলা

অপেক্ষা করছিলেন রাজাপাকসে, চতুর্থ আম্পায়ার যেতে বলেন বাইরে

ভানুকা রাজাপাকসের ড্রেসিং থেকে ফেরা নিয়ে বেশ আলোচনা-সমালোচনাই চলছে। সামাজিক মাধ্যমে তো রীতিমতো ঝড় উঠেছে। পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেছেন সমর্থকরা। অনেকেরই দাবি মাঠে অপেক্ষা করলেও পারতেন এ লঙ্কান। আর অপেক্ষা করছিলেন বলেই জানালেন রাজাপাকসে। চতুর্থ আম্পায়ার মনিরুজ্জামান বাইরে যেতে বলাতেই মাঠ ছাড়েন তিনি।
ছবি: ফিরোজ আহমেদ

ভানুকা রাজাপাকসের ড্রেসিং থেকে ফেরা নিয়ে বেশ আলোচনা-সমালোচনাই চলছে। সামাজিক মাধ্যমে তো রীতিমতো ঝড় উঠেছে। পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেছেন সমর্থকরা। অনেকেরই দাবি মাঠে অপেক্ষা করলেও পারতেন এ লঙ্কান। আর অপেক্ষা করছিলেন বলেই জানালেন রাজাপাকসে। চতুর্থ আম্পায়ার মনিরুজ্জামান বাইরে যেতে বলাতেই মাঠ ছাড়েন তিনি।

অবশ্য ক্রিকেটের বাইলজ মেনেই রাজাপাকসেকে ফেরায় আম্পায়াররা। কারণ বাইলজ অনুযায়ী পরবর্তী বল হওয়ার আগ পর্যন্ত সব ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন তারা। ইয়াসির আলী মাঠে ঢুকলেও তখনও বল করার কোন প্রস্তুতি নেননি বোলার ওয়াহাব রিয়াজ।

তবে ব্যাপারটা কিছুটা হলেও দৃষ্টিকটু ঠেকেছে। সে সময় মাঠের আম্পায়ার ছিলেন গাজী সোহেল। নিশ্চিত না হয়ে আউট দেওয়াতেই যতো বিপত্তি। লঙ্কান লেগ আম্পায়ার প্রাগিথ রাম্বুকওয়ালাও রাজাপাকসেকে আটকাননি। উল্টো নিজে থেকে মাঠের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালে তাকে বের হতে বলেন চতুর্থ আম্পায়ার।

সংবাদ সম্মেলনে রাজাপাকসে বললেন, 'আউট ঘোষণা হয়েছিল। তবে আমি বাউন্ডারি লাইনে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু চতুর্থ আম্পায়ার আমাকে ড্রেসিং রুমে চলে যেতে বলে। এটা ঈশ্বরের দেওয়া সুযোগ। আমি তার সর্বোচ্চ ব্যাবহারের চেষ্টা করেছি।'

সে সিদ্ধান্তের সময়ে ২০ রানে ব্যাট করছিলেন রাজাপাকসে। জীবন পেয়ে এরপর শেষ পর্যন্ত ব্যাটিং করে খেলেন ৯৬ রানের ইনিংস। যা রাজাপাকসের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংসও বটে।

ঘটনাটি ঘটেছিল ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে। ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন রাজাপাকসে। ডিপ স্কয়ার লেগে থেকে কিছুটা দৌড়ে সহজেই সে ক্যাচ লুফে নিয়েছিলেন মেহেদী হাসান। স্বাভাবিকভাবেই উল্লসিত ঢাকা প্লাটুনের খেলোয়াড়রা। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বিও মাঠে চলে এলেন। খেলার প্রস্তুতিও নিচ্ছিলেন। এরপরই ঘটে বিপত্তি। তৃতীয় আম্পায়ার নো-বল দেওয়ায় ড্রেসিং রুম থেকে ফের মাঠে নামেন রাজাপাকসে। অথচ তিনি তখন প্যাড খোলার প্রস্তুতি নিচ্ছিলেন।

আর রাজাপাকসে যখন ফিরে আসেন তখন টিভিতে ধারাভাষ্যকার বলছিলেন, 'গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন রাজাপাকসে। এমন সময় তাকে ফেরানো হলো'। এটা জানার পর বেশ মজা পেয়েছেন এ লঙ্কানও। হাসতে হাসতেই বললেন, 'সাধারণত আমি গোসল করার করার জন্য ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তবে প্যাড খোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, তারা আমাকে আবার ক্রিজে ডেকে পাঠায়।'

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago