নুরদের ওপর হামলায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
গতরাত পৌনে একটার দিকে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনসহ এ এস এম সনেট, ইয়াসির আরাফাত তুর্য, ইমরান সরকার, ইয়াদ আল রিয়াদ, মাহবুব হাসান নিলয়, তৌহিদুল ইসলাম মাহিমসহ ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিনকে।
এর আগে, গতকাল আল মামুন ও ইয়াসির আরাফাত তুর্যকে আটকের দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন দ্য ডেইলি স্টারকে জানান, অভিযান চালিয়ে এই দুজনকে আটক করেছে ডিবির একটি দল।
গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নিজ কক্ষে বর্বরোচিত হামলার শিকার হন সংগঠনটির ভিপি নুর। সেসময় ওই কক্ষের আলো নিভিয়ে নুর ও সঙ্গে থাকা অন্য ছাত্রদের পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। পরে নুরসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, ঘটনার সময় হামলাকারীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। এছাড়াও, গুরুতর আঘাতপ্রাপ্ত আরেক যুগ্ম আহ্বায়ক তুহিন ফারাবীকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আরও পড়ুন:
৯ বার হামলার শিকার নুর, বিচার হলে পুনরাবৃত্তি হতো না: বিশিষ্টজনদের বিবৃতি
মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক
Comments