শীর্ষ খবর

ঢাকার পথে ‘অচিন পাখি’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ড্রিমলাইনার ‘অচিন পাখি’ যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
Ochin-Pakhi-1.jpg
বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ড্রিমলাইনার ‘অচিন পাখি’ যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সিয়াটলের স্থানীয় সময় দুপুর আড়াইটায় ড্রিমলাইনার ‘অচিন পাখি’ এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে।

ড্রিমলাইনার ‘অচিন পাখি’ আজ (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে হস্তান্তর করে।

অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর ২১টি ও ইকোনমি শ্রেণীর ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নতুন ড্রিমলাইনার দুটির নাম দেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।

বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিমলাইনার ‘সোনার তরী’ গত ২১ ডিসেম্বর বিকেলে দেশে পৌঁছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ দুটি ড্রিমলাইনার উদ্বোধন করবেন।

Comments

The Daily Star  | English

Those who cannot accept Tarique's leadership will come to polls: home boss

BNP leaders, who cannot accept the leadership of the party’s Acting Chairman Tarique Rahman, will take part in the upcoming election, said Home Minister Asaduzzaman Khan Kamal today

15m ago