রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- তাসলিমা (৩৮) ও নাদিম (২৮)।
পুলিশ জানায়, আজ (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত তসলিমার বাড়ি বরিশাল। তিনি তেজগাঁও এলাকায় থাকতেন।
নিহত নাদিম রাজধানীর বলাকা বাসের হেলপার উল্লেখ করে পুলিশ কর্মকর্তা আরও বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments