দেখে নিন বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্বের সূচি
বঙ্গবন্ধু বিপিএলের দুই পর্ব শেষ হয়েছে এরই মধ্যে। রাজধানী ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গেল ১১ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রথম পর্ব। এরপর ১৭ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বের খেলা গড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দুদিন বিরতি দিয়ে ঢাকায় তৃতীয় পর্বের খেলা শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
দ্বিতীয় পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৭ ম্যাচে ৫ জয়ে তাদের অর্জন ১০ পয়েন্ট। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে রাজশাহী রয়্যালস। ৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে ঢাকা প্লাটুন।
ঢাকায় তৃতীয় পর্বের সূচি:
ঢাকা প্লাটুন-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ২৭ ডিসেম্বর, দুপুর ২টা
খুলনা টাইগার্স-রংপুর রেঞ্জার্স, ২৭ ডিসেম্বর, সন্ধ্যা ৭টা
কুমিল্লা ওয়ারিয়র্স-রাজশাহী রয়্যালস, ২৮ ডিসেম্বর, দুপুর ১টা ৩০ মিনিট
খুলনা টাইগার্স-সিলেট থান্ডার, ২৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
রংপুর রেঞ্জার্স-সিলেট থান্ডার, ৩০ ডিসেম্বর, দুপুর ১টা ৩০ মিনিট
ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস, ৩০ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স, ৩১ ডিসেম্বর, দুপুর ১টা ৩০ মিনিট
রাজশাহী রয়্যালস-রংপুর রেঞ্জার্স, ৩১ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
Comments