প্রক্টরের মদদে সিসিটিভি ফুটেজ গায়েব: রাশেদ
ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের উপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীকে দায়ী করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
তিনি বলেন, “এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রক্টরের প্রত্যক্ষ মদদ ও হস্তক্ষেপে গায়েব হয়েছে।” ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে রক্ষার জন্য এটা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ।
ডাকসু ভবনের আশেপাশে মোট নয়টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এই ফুটেজ রেকর্ড করার কম্পিউটারটি ছিল ডাকসুর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আবুল কালামের কক্ষে। ঘটনার পর থেকে সেই কম্পিউটারটির হদিস মিলছে না।
রাশেদ অভিযোগ করেন, ২২ ডিসেম্বর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের প্রথম দফা হামলার পর কমপক্ষে দশবার তিনি প্রক্টরকে ফোন করেছিলেন।
“আমাদের উদ্ধার করার জন্য আমি তাকে বেশ কয়েকবার অনুরোধ করেছিলাম। ডাকসুতে ঢোকার জন্য প্রক্টর আমাকে ধমক দেন। পরে, দ্বিতীয়বার আক্রমণের পর তিনি ঘটনাস্থলে আসেন” বলেন রাশেদ।
রাশেদ আরও বলেন, “এটা স্পষ্ট যে প্রক্টর সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিল এবং সুতরাং আমরা তার অপসারণ দাবি করছি।”
আরও পড়ুন:
নুরের হামলাকারীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments