মধুর ক্যান্টিনের সামনে ককটেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে প্রত্যক্ষদর্শীরা ককটেলটি দেখতে পেয়ে রমনা থানায় খবর দেন। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ককটেলটির বিস্ফোরণ ঘটায়।
ঢাবির প্রক্টর গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্যে এমন কাজ করা হয়েছে। ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Comments