এনপিআর করতে দেবেন না, প্রয়োজনে ভুল তথ্য-ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন: অরুন্ধতী রায়

ভারতজুড়ে সহিংস বিক্ষোভ সত্ত্বেও দেশটির সরকার বিতর্কিত নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) নিয়মগুলো জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের (এনপিআর) মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বুকারবিজয়ী লেখক অরুন্ধতী রায়। তিনি বলেছেন, “এনপিআর করতে দেবেন না। প্রয়োজনে ভুল তথ্য ও ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন।”
Arundhuti Roy
বুকারবিজয়ী লেখক অরুন্ধতী রায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতজুড়ে সহিংস বিক্ষোভ সত্ত্বেও দেশটির সরকার বিতর্কিত নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) নিয়মগুলো জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের (এনপিআর) মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বুকারবিজয়ী লেখক অরুন্ধতী রায়। তিনি বলেছেন, “এনপিআর করতে দেবেন না। প্রয়োজনে ভুল তথ্য ও ঠিকানা দিয়ে এর বিরোধিতা করুন।”

আজ (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে অরুন্ধতী এমন অভিযোগ করেছেন।

তিনি ভারতের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, “প্রতিবাদ করতে হলে প্রথমেই করুন, রুখে দাঁড়াতে হলে আগেই রুখে দাঁড়ান।”

“এনপিআর আসলে এনআরসির জন্য তথ্যসংগ্রহের মাধ্যম হিসেবে কাজ করবে”- এমন অভিযোগ করে অরুন্ধতী বলেছেন, “এনআরসি মুসলমানদের জন্যে সমস্যা সৃষ্টি করবে। সরকারের লোক আপনার বাড়ি যাবে, আপনার নাম, ফোন নম্বর নেবে এবং আধার ও ড্রাইভিং লাইসেন্সের মতো নথি দেখতে চাইবে। তারপর তারা এনপিআরের তথ্য এনআরসির তথ্যে পরিণত করবে।”

“আমাদের এনপিআরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এর বিরুদ্ধে লড়াই করার জন্যে নির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে যাওয়া দরকার। যখন ওরা আপনার বাড়িতে এনপিআরের জন্য তথ্যসংগ্রহ করতে যাবে এবং আপনার নাম জানতে চাইবে, আপনি তখন ওদের কাছে ভুল নাম বলুন। ঠিকানা চাইলে বলুন ‘৭’। এতে বিভ্রান্তি তৈরি করা যাবে। মনে রাখবেন আমরা এখানে লাঠিপেটা বা গুলি খাওয়ার জন্যে জন্মগ্রহণ করিনি,” যোগ করেন ‘গড অব স্মল থিংস’র লেখক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অরুন্ধতী বলেন, “দিল্লিতে নিজের সভায় মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন যে সারাদেশে এনআরসি করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কখনো কিছু বলেনি এবং দেশে কোনো আটক শিবির নেই। তিনি জেনেশুনেই মিথ্যে বলেছেন। কারণ, তার হাতে সংবাদমাধ্যম রয়েছে।”

উত্তরপ্রদেশের পুলিশ মুসলমানদের উপর হামলা ও নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করে অরুন্ধতী বলেছেন, “উত্তরপ্রদেশে মুসলমানদের উপর হামলা চলছে। পুলিশ ঘরে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালাচ্ছে।

Comments

The Daily Star  | English
Islami Bank's former managing director Abdul Mannan

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

7h ago