তুরস্কে নৌকাডুবি: বাংলাদেশি অভিবাসী হতাহতের শঙ্কা
তুরস্কের একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির আনাতোলিয়া অঞ্চলের ভ্যান লেকে দুর্ঘটনাকবলিত নৌকাটিতে বেশ কয়েকজন অভিবাসী বাংলাদেশি ছিলেন। জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন ৬৪ জন।
সরকারি বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসীরা ছিলেন। বিতলিস যাওয়ার পথে এটি ডুবে যায়। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
লেক ভ্যানের অবস্থান ইরান সীমান্তের কাছাকাছি। তবে পুরো লেকটিই তুরস্কের ভূখণ্ডের ভেতরে অবস্থিত। অভিবাসীরা প্রায়ই ইরানের এই সীমান্ত দিয়ে তুরস্ক হয়ে ইউরোপের যাওয়ার চেষ্টা করেন। তবে কী কারণে তারা নৌকায় উঠেছিলেন নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় গভর্নরের কার্যালয় থেকে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে মারা যায় দুইজন। ৬৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments