তিন সংস্করণের আলাদা দল নিয়ে বিসিবির ভাবনা জানালেন নাজমুল
টেস্ট, ওয়ানডের সঙ্গে যোগ হয়েছে টি-টোয়েন্টি। ক্রিকেটের এই তিন সংস্করণের মেজাজ-ধাঁচ একেবারে আলাদা। তাই তিন সংস্করণের জন্য বাংলাদেশের তিনটি আলাদা দল গঠনের প্রসঙ্গটি অনেকদিন ধরেই আলোচিত হচ্ছে। তবে ভিন্ন ভিন্ন দলের প্রয়োজনীয়তা অনুভব করলেও এখনই তা বাস্তবে রূপ নিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান দাবি করেছেন, তিনি অনেক আগেই তিন সংস্করণের আলাদা দল গঠনের পরিকল্পনা করেছিলেন, ‘আমি তিন বছর আগে থেকেই বলছি যে (তিনটি) আলাদা দল হওয়া উচিত।’
তবে নাজমুলের ভাবনা এত দিনেও আলোর মুখ দেখেনি। এর কারণ হিসেবে মানসম্পন্ন যথেষ্ট খেলোয়াড়ের ঘাটতিকে তুলে ধরেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে উঠতি ও নতুন ক্রিকেটাররা তাকে আলাদা দল বানানোর ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে বলেও উল্লেখ করেছেন বিসিবি প্রধান, ‘চেষ্টা তো চলবেই কিন্তু খেলোয়াড় তো পেতে হবে। এখন আস্তে আস্তে মনে হচ্ছে, কিছু খেলোয়াড় আমরা পাচ্ছি। দুই বছর আগেও আমাদের এই অবস্থা ছিল না। আমরা এখন দল বানানোর কথা চিন্তা করতে পারি, আমাদের আলাদা দল করা যাবে। আমাদের বেশ কিছু খেলোয়াড় আছে এবং আমরা আত্মবিশ্বাসী যে (আলাদা দল) হবে।’
তিন সংস্করণের আলাদা দল তৈরির ক্ষেত্রে আরও কিছু প্রতিকূলতার কথা বলেছেন নাজমুল, ‘সমস্যাটা হচ্ছে, বাদ দেবেন কাকে এটাও মাথায় রাখতে হবে। হুট করে কাউকে বাদ দিয়ে দিলে তো হবে না। যারা ফর্মে আছে, সিনিয়র খেলোয়াড়- ওদের তো বাদ দেয়া যায় না। এই দিক দিয়েও চিন্তা করতে হবে।’
তবে নাজমুলের আশাবাদ, এখনই না হলেও আগামী বছরের মধ্যে তারা একেক সংস্করণের জন্য একেক দল গঠনের বিষয়টি চূড়ান্ত করতে পারবেন, ‘সব দিক দিয়ে চিন্তা করলে সামনের বছরের মধ্যে আমরা বুঝে ফেলতে পারব যে কে কোন ফরম্যাটে খেলতে পারবে এবং খেলোয়াড়দের আলাদা করার মতো সুযোগ পাবো কি-না।’
Comments