ইংলিশ পেস-স্যুয়িংয়ে কাবু প্রোটিয়ারা
ফেরার ম্যাচে প্রথম বলেই উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন, মিডল অর্ডারে আঘাত হানলেন স্টুয়ার্ট ব্রড। বাঁহাতি স্যাম কারানের হাত থেকে বেরুলো মনকাড়া সব স্যুয়িং। কুইন্টেন ডি ককের প্রতিরোধ সত্ত্বেও তাতে কাবু হয়ে প্রথম দিনেই প্রথম ইনিংস শেষের পথে প্রোটিয়াদের।
সেঞ্চুরিয়নের বক্সি ডেতে শুরু হওয়া টেস্টে ৯ উইকেটে ২৭৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা ডি ককই স্বাগতিকদের সেরা পারফর্মার। ইংলিশদের হয়ে ৫৭ রানে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন কারান।
উইকেটে পেসারদের জন্য অনেক কিছুর আভাস দেখে টস জিতেই ফিল্ডিং নেন জো রুট। তার পেসাররা উইকেটের সুবিধা কাজে লাগিয়েছেন শতভাগ। অথচ এই উইকেটে টস জিতে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিও নাকি ব্যাটিংই নিতেন।
কেন নিতেন, সেই ব্যাখ্যা পাওয়া যায়নি তাদের ব্যাটিংয়ে। প্রথম বলেই ডিন এলগার আউট হওয়ার পর ৩২ রানে ফেরেন এইডেন মার্কামও। তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ। এরপর ব্রডের জোড়া আঘাত। ব্রডের বলে পর পর ফিরে যান জুবাইর হামজা আর রাসি ফন ডের ডুসেন। ৯৭ রানেই ৪ উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা।
অধিনায়ক ডু প্লেসি এই জায়গা থেকে দিতে পারেননি দিশা। খানিক পর তিনিও কাবু। ধুঁকতে থাকা দলকে ভরসা যোগান ডি কক। টেল এন্ডারদের নিয়ে লড়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ১২৮ বলে ৯৫ করে এই বাঁহাতি কারানের স্যুয়িং বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে।
দিনশেষে ২৮ রানে অপরাজিত আছেন ভারনন ফিল্যান্ডার। দ্বিতীয় দিনের সকালে তারসঙ্গে শেষ ব্যাটসম্যান হিসেবে যোগ দেবেন আনরিক নরকিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৮২.৪ ওভারে ২৭৭/৯ (এলগার ০, মারক্রাম ২০, হামজা ৩৯, দু প্লেসি ২৯, ফন ডাসেন ৬, ডি কক ৯৫, প্রিটোরিয়াস ৩৩, ফিল্যান্ডার ২৮*, মহারাজ ৬, রাবাদা ১২; অ্যান্ডারসন ১/৬৯, ব্রড ৩/৫২, কারান ৪/৫৭-৪, আর্চার ১/৬৫, রুট ০/২৬, ডেনলি ০/৪)।
Comments