যুবাদের কাছে দ. আফ্রিকা যাওয়ার উপলক্ষ চান বোর্ড প্রধান
বাংলাদেশ দলের খেলা দেখতে, দলকে উৎসাহ দিতে অনেক দেশেই যাওয়া হয় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। কিন্তু এখনো পর্যন্ত যাননি দক্ষিণ আফ্রিকায়। এই সুযোগ ঘটতে পারে তার শীঘ্রই। তবে সেজন্য এবারের যুববিশ্বকাপে বাংলাদেশ দলকে মেটাতে হবে প্রত্যাশা। বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তবেই দলকে উৎসাহ দিতে ছুটবেন নাজমুল।
৩ জানুয়ারি আকবর আলির নেতৃত্বে যুব বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং মিলিয়ে ভারসাম্য থাকায় এবারের দলকে মনে করা হচ্ছে সময়ের সেরা। আকবরদের কাছে তাই প্রত্যাশাও বিপুল। বৃহস্পতিবার বিশ্বকাপগামী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন শেষ করে নিজের প্রত্যাশার কথা জানান বিসিবি সভাপতি, ‘ওদের বলেছি আজ পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকা যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও না। কিন্তু ওরা সেমিফাইনালে উঠলে যাব।’
কদিন আগে নিউজিল্যান্ডে গিয়ে বেশ ভালো করে এসেছে আগামী দিনের তারকারা। তার আগে ইংল্যান্ডে গিয়ে উঠেছে ত্রিদেশীয় কাপের ফাইনালে। তবে এসব পারফরম্যান্স মূল্যবান হবে যদি ভালো করা যায় বিশ্বকাপে। নাজমুল বিশ্বকাপগামী দলকে বুঝিয়েছেন সেটাই, ‘ওদের এটাই বলেছি, আগে কী হয়েছে সেটা মানুষ মনে রাখে না। এখন কী হচ্ছে সেটাই বড় কথা। তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ ভালো ক্রিকেট খেলছে। তারা অনেক ভালো ফলও পেয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’
‘আমার দৃঢ় বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাতেও ওরা ভালো করবে। ওদের এই ক্ষমতা আছে। কয়েকটা ছেলে তো অসাধারণ খেলা খেলছে এবং অনেক বেশি প্রতিভার অধিকারী।’
Comments