সায়ানের লেখা-সুরে ২টি গান নিয়ে কাজ করছি: শুভ
জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ানের লেখা ও সুর করা দুটি গানের সংগীতায়োজন করছেন রাজশাহীর শুভ সুলতান।
গান দুটি হচ্ছে: ‘আমি কেনো প্রতিবাদে যাই’ এবং ‘স্বাধীনতার পক্ষ শক্তি’।
এ প্রসঙ্গে শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গান দুটির কথা এবং সুর সায়ানের। আমি মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ করছি।”
‘আমি কেনো প্রতিবাদে যাই’ গানটির কাজ প্রায় শেষের দিকে উল্লেখ করে তিনি বলেন, “এটি নতুন বছরের শুরুতেই প্রকাশ করার ইচ্ছা রয়েছে।”
“এরপর, সায়ানের দ্বিতীয় গানটি নিয়ে কাজ করবো। গান নিয়েই প্রতিনিয়ত স্বপ্ন দেখি। সেই প্রয়াসেই গানের কাজ করে যাচ্ছি।”
বর্তমানে ‘প্রেসার কুকার’ ব্যান্ডের ‘কিছু না’ শিরোনামে একটি গান করছেন তিনি। সেই গানটিও শীঘ্রই প্রকাশিত হবে।
উল্লেখ্য, রাজশাহীর কমিউনিটি রেডিও, ‘রেডিও পদ্মা-৯৯.২ এফএম’-এ কাজ করার পাশাপাশি সেখানেই ‘লুব্ধক’ নামে গান ও কবিতার একটি দল গড়ে তুলেছেন শুভ সুলতান। নতুন বছরের শুরুতে ‘ছন্দ কারিগর’ শিরোনামে গানটি প্রকাশ করা হবে।
‘প্রেসার কুকার’র সঙ্গেও যুক্ত রয়েছেন গান লেখা, সুর ও সংগীতায়োজনের কাজে।
পশ্চিমবঙ্গের কবি জয় গোস্বামীর লেখা ‘আকাশ তীরের বন্ধু’ কবিতাটিকে গানে রূপান্তর করেছেন শুভ। গানটি গানচিলের ব্যানারে প্রকাশিত হয়েছে।
এছাড়াও, শুভ গান করেছেন রূপঙ্কর বাগচী ও দুর্নিবারের সঙ্গে।
Comments