দৈত্যাকার নক্ষত্রের অস্বাভাবিক আচরণ

বেটেলজিউস নামের দৈত্যাকার নক্ষত্রটি বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সামনের দিনগুলোতে এটি আরও বিশালাকার হয়ে উঠবে। তবে এ আচরণ নক্ষত্রটির একটি স্বাভাবিক দশাও হতে পারে বলে মনে করছেন তারা।
Betelgeuse-1.jpg
রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্র বেটেলজিউজ। ছবি: সংগৃহীত

বেটেলজিউস নামের দৈত্যাকার নক্ষত্রটি বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সামনের দিনগুলোতে এটি আরও বিশালাকার হয়ে উঠবে। তবে এ আচরণ নক্ষত্রটির একটি স্বাভাবিক দশাও হতে পারে বলে মনে করছেন তারা।

গত ৮ ডিসেম্বর ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এড গুইনান বেটেলজিউসের গতিবিধি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তিনি জানান, নক্ষত্রটি তার উজ্জ্বলতা হারাচ্ছে। এটি স্বাভাবিকের তুলনায় ২ দশমিক ৫ গুণ বেশি দুর্বল হয়ে পড়ছে। বেটেলজিউস একসময় মহাকাশের নয়টি উজ্জ্বল নক্ষত্রের একটি ছিলো। বর্তমানে এটি ২৩ নম্বরে অবস্থান করছে।

Betelgeuse-22.jpg
হাবল স্পেস টেলিস্কোপের চোখে বেটেলজিউস। ছবি: সংগৃহীত

অধ্যাপক এড গুইনান আরও জানান, বেটেলজিউস এতোটাই বিশাল যে, এর গতিবিধি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। নক্ষত্রটির বয়স প্রায় ৯০ লাখ বছর। সাধারণত এ ধরনের দৈত্যাকার নক্ষত্রগুলো এক কোটি বছরের বেশি বাঁচে না।

“আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি আকৃতি বদলাচ্ছে। যদি সত্যিই এটি আকারে আরও বড় হয়, তবে রৌদ্রোজ্জ্বল দিনের বেলাতেও এ উজ্জ্বল নক্ষত্রটিকে আমরা দেখতে পাবো,” বলেন তিনি।

Comments

The Daily Star  | English
USAID to provide $202 million in grant to Bangladesh

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

1h ago