কামিন্স-প্যাটিনসন-স্টার্কের তোপে অস্ট্রেলিয়ার বিশাল লিড
বছর জুড়ে বল হাতে আগুন ঝরানো প্যাট কামিন্স আরও একবার দেখালেন ঝলক। তাকে যোগ্য সঙ্গ দিলেন জেমস প্যাটিনসন আর মিচেল স্টার্ক। তাতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তিনশ ছাড়ানো লিড পেল অস্ট্রেলিয়া। ফলো-অন করানোর সুযোগ থাকলেও নিজেরা আবার ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে টিম পেইনরা।
শনিবার (২৮ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ৪৫৬ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তাদের হাতে আছে ৬ উইকেট। ক্রিজে আছেন ম্যাথু ওয়েড ১৫ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড ১২ রানে।
অজিরা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে। চা বিরতির আগে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু পাইয়ে দেন ডেভিড ওয়ার্নার ও জো বার্নস। তাদের ৬২ রানের জুটি ভাঙে ওয়ার্নারের বিদায়ে। তাকে ফেরান বাঁহাতি কিউই পেসার নিল ওয়াগনার। এরপর স্টিভেন স্মিথকে সাজঘরে পাঠিয়ে সাদা পোশাকে দুইশ উইকেট ছুঁয়ে ফেলেন তিনি। সিরিজে এই নিয়ে চতুর্থবারের মতো ওয়াগনারের শিকার হন স্মিথ।
তার আগে মারনাস লাবুশেন হন রানআউট। আর মাটি কামড়ে পড়ে থাকা বার্নস হন মিচেল স্যান্টনারের শিকার। ওয়ার্নার করেন ৩৮ রান। বার্নসের ব্যাট থেকে আসে ৩৫ রান।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে মাত্র ১৪৮ রানে। আগের দিনের ২ উইকেটে ৪৪ রান নিয়ে খেলতে নেমেছিল তারা। কামিন্স ৫ উইকেট নেন ২৮ রানে। প্যাটিনসন ৩৪ রান খরচায় পান ৩ উইকেট। ২ উইকেট নিতে স্টার্ক দেন ৩০ রান।
দ্বিতীয় দিনে টম ব্লান্ডেলকে আউট করা কামিন্স এদিন তৃতীয় ওভারেই পর পর দুটি ডেলিভারিতে রস টেইলর ও হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন। বিজে ওয়াটলিং হন প্যাটিনসনের শিকার। ফলে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
একপ্রান্ত আগলে লড়ছিলেন ওপেনার টম লাথাম। ফিফটি তুলে নেওয়ার পরই তাকে বিদায় করেন কামিন্স। এরপর নিউজিল্যান্ডের ইনিংস বেশি দূর এগোয়নি। ১৪৪ বলের ইনিংসে ৪ চার মারেন লাথাম। এরপর টিম সাউদিকে পেইনের তালুবন্দি করিয়ে ফাইফার পূরণ করেন ডানহাতি কামিন্স। এর আগে-পরে উইকেটের দেখা পান প্যাটিনসন ও স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৬৭
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: (আগের দিন ৪৪/২) ৫৪.৫ ওভারে ১৪৮ (লাথাম ৫০, টেইলর ৪, নিকোলস ০, ওয়াটলিং ৭, গ্র্যান্ডহোম ১১, স্যান্টনার ৩, সাউদি ১০, ওয়াগনার ১৮*, বোল্ট ৮; স্টার্ক ২/৩০, কামিন্স ৫/২৮, প্যাটিনসন ৩/৩৪, লায়ন ০/৩৫, ওয়েড ০/১৩)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৩৭/৪ (ওয়ার্নার ৩৮, বার্নস ৩৫, লাবুশেন ১৯, স্মিথ ৭, ওয়েড ১৫*, হেড ১২*; বোল্ট ০/৩০, সাউদি ০/২৪, গ্র্যান্ডহোম ০/১৪, ওয়াগনার ২/৩৯, স্যান্টনার ১/২২)।
Comments