দিল্লিতে তাপমাত্রা নেমে ২.৪ ডিগ্রি

গরম কিংবা ঠান্ডা ভারতের রাজধানী দিল্লিতে সবকিছুই যেন বেশি বেশি। এবছরের গরমে ৪.৮ ডিগ্রিতে উঠেছিল থার্মোমিটারের পারদ। সেই ঘটনা চিত্র ছিল জুনে। ছয় মাসের ব্যবধানে জমে যাওয়ার মতো শীত পড়েছে সেই দিল্লিতেই।

গরম কিংবা ঠান্ডা ভারতের রাজধানী দিল্লিতে সবকিছুই যেন বেশি বেশি। এবছরের গরমে ৪.৮ ডিগ্রিতে উঠেছিল থার্মোমিটারের পারদ। সেই ঘটনা চিত্র ছিল জুনে। ছয় মাসের ব্যবধানে জমে যাওয়ার মতো শীত পড়েছে সেই দিল্লিতেই। শনিবার সকালে এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন ২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা জানান, শীতের সঙ্গে কুয়াশার চাদরে শহর মুড়ে থাকায় চারটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরের ২৪টি ট্রেন চলছে বিলম্বে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে, ১১৮ বছরের মধ্যে দ্বিতীয় শীতলতম ডিসেম্বর দেখতে চলেছে দিল্লিবাসী। শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার নেমেছে আরও দুই ডিগ্রি।

Comments