জেরার মুখে সেই অস্বাভাবিক ‘নো বল’ করা সান্টকি
বিপিএলের একদম প্রথম ম্যাচে পর পর দুটি অস্বাভাবিক বল করেন সিলেট থান্ডারের ক্যারিবিয়ান পেসার ক্রিসমার সান্টকি। বিশাল ওয়াইডের পর প্রায় এক হাত লম্বা ওভারস্টেপে ‘নো বল’ করায় তৈরি হয় সন্দেহ। এই ‘নো বল’ নিয়ে বিসিবির এন্টি করাপশন ইউনিট (এসিইউ) তাকে জেরা করেছে।
সান্টকিকে জেরা করার বিষয় নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, ‘সান্টোকিকে লম্বা সময় ধরে জেরা করেছে এসিইউ। তার ট্র্যাক রেকর্ড ঘাটাঘাটি করেছে। আমি যত দূর জানি এরমধ্যে তারা প্রতিবেদনও বোর্ডে জমা দিয়েছে। সেখানে কি আছে তা অবশ্য বলতে পারছি না।’
সান্টকির কোন রিপোর্ট পাননি বলে জানান সিলেট থান্ডারের প্রধান নির্বাহী রিয়াজউদ্দিন রোহান।
গত ১১ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বোলিং করছিল সিলেট থান্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান সান্টকি। প্রথম দুই বল জায়গায় করার পর তৃতীয় বলে দেন বিশাল এক ওয়াইড। পরের দুই বল আবার ঠিকঠাক। তারপরের বলেই দেখা গেল অস্বাভাবিক এক ‘নো’ বল। লাইনের প্রায় এক হাত বাইরে গিয়ে পড়ল সান্টোকির পা!
অস্বাভাবিক এই ‘নো বল’ নিয়ে তখন থেকেই তৈরি হয় সংশয় আর কৌতুহল। সান্টকির করা নো বলটি ছিল ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে করা মোহাম্মদ আমিরের নো বলের চেয়েও বড়।
Comments