৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, সিলেট-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল শুরু

ট্রেন
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার শশীদল রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ শেষ হয়েছে। দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টা পর আজ (২৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস ও লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার কারণে আন্তঃনগর তূর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল, উদয়ন এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো ছেড়ে যেতে শুরু করেছে। তবে সবকয়টি ট্রেনই বিলম্বে চলাচল করছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল রাত পৌনে দুইটায় নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি শশীদল স্টেশন এলাকা পার হওয়ার পরপরই লাইনচ্যুত হয়। ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) ও তিনটি বগি লাইন থেকে সরে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ভোর চারটার পর থেকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজ শেষ করতে প্রায় সাড়ে তিনঘণ্টা সময় লাগে।

আরও পড়ুন:

কুমিল্লায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ

Comments

The Daily Star  | English

Rizvi criticises removal of Bangabandhu's photo from Bangabhaban

President Khandaker Mushtaq Ahmed had removed the photo of Mujib but Ziaur Rahman reinstalled it following the November 7 Sipahi-Janata Biplob

24m ago