ইভিএম ভোট কারচুপির অন্যতম হাতিয়ার: বিএনপি

ইভিএম ব্যবহার করে নির্বাচনে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া অসম্ভব দাবি করে এই পদ্ধতিতে ভোটগ্রহণ বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ইভিএম ব্যবহার করে নির্বাচনে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া অসম্ভব দাবি করে এই পদ্ধতিতে ভোটগ্রহণ বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

তিনি বলেছেন, ইভিএমের মাধ্যমে দ্রুত নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া সম্ভব। মেশিনের মাধ্যমে কারসাজি করে সরকারের পক্ষে রায় নেয়ার জন্য জনগণের ইচ্ছের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকার নয়াপল্টনে আজ বিকেলে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, দেশের প্রায় সবগুলো দায়িত্বশীল রাজনৈতিক দল এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন, সবাই বলেছে-ইভিএম হচ্ছে ভোট কারচুপির অন্যতম হাতিয়ার। কিন্তু নির্বাচন কমিশনের কানে কথা ঢুকছে না। গত বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে ইভিএম মেশিনে। তার বক্তব্যের পরপরই প্রধান নির্বাচন কমিশনার তারস্বরে বলে উঠলেন, ইভিএম ব্যবহার করেই তিনি নির্বাচন করবেন।

রিজভী আরও বলেন, ইভিএম ২৮ বছরের পুরনো একটি প্রযুক্তি। এই পদ্ধতিতে কোনো কোনো দেশে ভোট গ্রহণের চেষ্টা হয়েছিল। একমাত্র ভারত ছাড়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ সবদেশে ইভিএম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন, ইভিএম সহজেই টেম্পার করা যায়। তাই ইভিএম ব্যবহার করে নির্বাচনে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া অসম্ভব। …যেসব দেশে গণবিরোধী কর্তৃত্ববাদী গণবিমুখ সরকার ক্ষমতাসীন, সেই সরকারগুলিই ইভিএম এর প্রতি আগ্রহী। সুতরাং ইভিএম ব্যবহারে সরকারের মোটিভ সহজেই উপলব্ধি করা যায়।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago