‘ভারতের নাগরিকত্ব আইন, এনআরসিতে বাংলাদেশের বিপদের আশঙ্কা’
ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ও নাগরিকপঞ্জির কারণে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ভুগতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, এনআরসি ও নাগরিকত্ব আইনের কারণে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। নিকট ভবিষ্যতে এর কারণে বাংলাদেশের ক্ষতির আশঙ্কা রয়েছে।
“আমি বলছি না যে বাংলাদেশ বড় ধরনের বিপদের মুখে পড়বে… কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে,” বলেন শাহদীন মালিক।
ভারতের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, সরকারের উচিত এই সময় সব দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা।
“বাংলাদেশ-ভারত সীমান্তে অতীতের পুশ-ইন ও পুশ-ব্যাকের কথা মাথায় রেখেই সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার,” বলেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক।
তিনি আরও বলেন, নাগরিকত্ব আইন ও এনআরসির কারণে বাংলাদেশের কোনো ক্ষতি না হওয়ার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস দিলেও, লোকজন আতঙ্কিত হয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।
Comments