প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন হাশিম আমলা
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলাকে দেখা যাবে এবারের বঙ্গবন্ধু বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে খেলতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসবেন আমলা। সিলেট পর্বে খুলনার পরের ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
খুলনা টাইগার্সের মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল সোমবার (৩০ ডিসেম্বর) দ্য ডেইলি স্টারকে আমলার যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন, ‘আমলা আসবেন আগামীকাল, পরের ম্যাচ থেকেই তিনি এভেইলেবল। এছাড়া পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিনও আসছেন।’
বিপিএলের আগের ছয় আসরে একবারও দেখা যায়নি আমলাকে। চলতি বছরের অগাস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরে যান নান্দনিক ব্যাটিংয়ের জন্য নাম কুড়ানো ডানহাতি ব্যাটসম্যান আমলা। এরপর থেকে তিনি পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
বিপিএলের শেষ দিকে এসে বেশ কিছু বিদেশি তারকা চলে গেছেন, নতুন করে যোগ দিচ্ছেন কয়েকজন। ঢাকা প্লাটুনের হয়ে খেলতে আসা অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি চোটজনিত কারণে চলে গেছেন নিজ দেশ পাকিস্তানে। ঢাকার হয়ে খেলা শ্রীলঙ্কান থিসারা পেরারাও ফিরে গেছেন দেশে।
এই দুজনের জায়গায় পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে ঢাকা।
Comments