বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা, ৩ সাংবাদিকসহ আহত ১৫

Left-1.jpg
৩০ ডিসেম্বর ২০১৯, বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিপেটায় তিন সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছবি: এমরান হোসেন/স্টার

রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ ঘটনায় দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন, সারাবাংলা ডটনেট-এর আলোকচিত্রী হাবিবুর রহমান হাবিব ও সুমিতসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ (৩০ ডিসেম্বর) দুপুর একটার দিকে হাইকোর্টের কাছে কদম ফোয়ারা ও মৎস্য ভবনের মোড়ে দুই দফায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে ‘কালো দিবস’ আখ্যায়িত করে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট। সমাবেশ শেষে পৌনে একটার দিকে জোটের নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয়।

Left-2.jpg
বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিপেটা। ছবি: এমরান হোসেন/স্টার

মিছিলটি হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে গেলে পুলিশের প্রথম বাধার মুখে পড়ে। সেসময় জোটের নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সামনের দিকে এগোতে গেলে তাদের লাঠিপেটা করে পুলিশ। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনের দিকে এগোলে দুপুর ১টার দিকে মৎস্য ভবনের সামনে দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে। সেখানেও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

Left-3.jpg
ছবি: এমরান হোসেন/স্টার

এরপর পুলিশের সঙ্গে জোটের নেতা-কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জোটের নেতা-কর্মীরা আবার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

Left-4.jpg
ছবি: এমরান হোসেন/স্টার

জোটের নেতারা জানিয়েছেন, পুলিশের লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ জোটের অন্তত ১২-১৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আগামীকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে গণতান্ত্রিক বাম জোট।

আরও পড়ুন:

বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago