সৌরভের ‘সুপার সিরিজ’ আয়োজনের পরিকল্পনার সমালোচনায় ডু প্লেসি

সম্প্রতি ওয়ানডে সংস্করণে চার জাতির ‘সুপার সিরিজ’ আয়োজনের নতুন এক প্রস্তাব নিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি। তবে বিষয়টি পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধানের পরিকল্পনার সমালোচনায় মুখর হয়েছেন এই তারকা ডানহাতি ব্যাটসম্যান।
du plessis
ছবি: রয়টার্স

সম্প্রতি ওয়ানডে সংস্করণে চার জাতির ‘সুপার সিরিজ’ আয়োজনের নতুন এক প্রস্তাব নিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি। তবে বিষয়টি পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধানের পরিকল্পনার সমালোচনায় মুখর হয়েছেন এই তারকা ডানহাতি ব্যাটসম্যান।

ডু প্লেসির মতে, ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো শীর্ষ দলগুলোর উচিত নিজেদের মধ্যে ম্যাচের সংখ্যা না বাড়িয়ে নতুন পরিকল্পনায় অন্যান্য দলকেও যুক্ত করা এবং ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে আরও বেশি সাহায্য করা।

আগের দিন বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রোটিয়া তারকা বলেছেন, ‘গেল এক বছর বা এর আশেপাশের সময় ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে শীর্ষ তিনটি দলের মধ্যে কী কী ঘটছে।’

‘অনেক কিছুই (নতুন পরিকল্পনাকে ঘিরে) এগোচ্ছে। শীর্ষ তিন দল অথবা ‘বিগ থ্রি’ যা-ই বলুন না কেন, তারা নিজেদের মধ্যে অনেক বেশি ম্যাচ খেলছে। কিন্তু তাদের উচিত আরও বেশি দলকে (পরিকল্পনায়) অন্তর্ভুক্ত করা। তাদের উচিত ক্রিকেটের উন্নয়নে যতটা পারা যায় কাজ করা।’

বোর্ড প্রধান হওয়ার পর থেকেই সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ নতুন নতুন পরিকল্পনা আঁটছেন। বাণিজ্যিকভাবে সফলতার আশায় তার নতুন পরিকল্পনা প্রতি বছর ওয়ানডে সংস্করণে একটি করে ‘সুপার সিরিজ’ আয়োজনের। এই সিরিজের তিন দল থাকবে চূড়ান্ত। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দেবে আরেকটি দল।

প্রস্তাব অনুযায়ী, রোটেশন পদ্ধতিতে (চক্রাকারে) আয়োজন হবে ‘সুপার সিরিজ’। আগামী ২০২১ সালের অক্টোবর/নভেম্বরে নতুন এই সিরিজের প্রথম আসর বসবে ভারতে। ক্রমানুসারে খেলা হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।

এই আসরের জন্য একটি নির্দিষ্ট উইন্ডোর (আন্তর্জাতিক সূচিতে ফাঁকা সময়) কথাও ভেবেছেন সৌরভ। ভারতে খেলা হলে তা হবে অক্টোবর/নভেম্বর মাসে। ইংল্যান্ডে আয়োজন হলে তা হবে সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার জন্য বরাদ্দ ফেব্রুয়ারি/মার্চ মাস।

আইসিসির অনুমোদন পেলে আলোর মুখ দেখবে সৌরভের প্রস্তাব। এরই মধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, তারা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসতে তৈরি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস সৌরভের পরিকল্পনাকে ‘উদ্ভাবনী’ বলে আখ্যায়িত করেছেন।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

43m ago